গরু মোটাতাজা করার উপায় কি
হ্যালো বন্ধুরা যারা গরু মোটাতাজা করাতে চাচ্ছেন কিন্তু বুজে উঠতে পারতেছেন না যে, কিভাবে একটি গরু মোটাতাজা করা যায়, গরু মোটাতাজা করার উপায় কি? গরু মোটাতাজা করার জন্য অনেক উপায় রয়েছে যেগুলো অনুসরণ করলে আপনাদের গরু মোটাতাজা হবে। আজকে আমরা কিভাবে সহজে গরু মোটাতাজা করা যায় একদম ঘোরোয়া উপায়ে জানবো।
গরু মোটাতাজা করার জন্য সহজ পদ্ধতি হচ্ছে নিদিষ্ট পরিমান পুষ্টিকর খাদ্য সরবরাহ করা। তাছাড়া ভিটামিন ও খনিজযুক্ত খাদ্য গরু মোটাতাজা করতে সাহয্য করে অনেক। প্রতিদিন নিদিষ্ট পরিমানে খাদ্যের পাশাপাশি পানি দেওয়াটাও জুরুলি। গুরুত্বপূর্ণ বিষয় যে গরু পালনের জন্য দেখভাল করা কারন গরুর সাস্থ্য ও চিকিৎসা প্রয়জনে তারাতারি সেবা প্রদান করা।
গরু মোটাতাজা করার উপায় কি |
সুচনাঃ
গরু নির্বাচন
পরিচর্যা
খাদ্য
কিছু টিপস
মনে রাখবেন
এছাড়া আরও একটি বিষয়
উল্লেখ্য
গরু নির্বাচন
গরু নির্বাচনের সময় মনে রাখতে হবে রোগ মুক্ত নির্বাচন করা। সুস্থ ও রোগমুক্ত গরুর জন্য ২-৫ বছর বয়সী গরু নিতে পারেন কারন এই সময়টাতে গরুর রোগ কম থাকে, আর চেস্ট করবেন ভালো জাতের গরু নেওয়ার। কিছু গরুর নাম সাজেস্ট করতে পারি শাহিওয়াল, ফিজিয়ান, শংকর, সিন্ধি, বেঙ্গলী কারন এই ধরনের গরু মোটাতাজা করা অনেক উপযুক্ত মাধ্যম। তাছড়া এই জাতের গরুর অনেক দাম পাওয়া যায়।
পরিচর্যা
গরু মোটাতাজা করার জন্য পুষ্টিকর খাবার যথেষ্ট নয়, ভালো পরিষ্কার-পরিচ্ছন্ন পরিচর্যা ও ভালো বাসস্থান প্রয়জোন হয়। নিয়মিত গোসল করাতে হবে পরিষ্কার পানি সরবরাহ করা দরকার। মশা-মাছি পোকামাকর থেকে খেয়াল রাখা এবং নিরাপদ স্থানে রাখা।
খাদ্য
গরু মোটাতাজা করার জন্য সুষম ও পুষ্টিকর খাদ্য অনেক গুরুত্ব , প্রাপ্ত বয়স্ক গরুরজন্য দিনে ৯-১০ কেজি সবুজ ঘাস খাওয়াতে পারেন, পাশাপাশি ২-৩ কেজি দানাদার খাদ্য দিতে হবে দানাদার খাদ্য হিসাবে ভুট্টা, গম, ধান, ডালের ভুসি, খৈল ইত্যাদি খাওয়াতে পারেন। পানির সাথে লবণ ও খনিজ পদার্থ মিশিয়ে দিতে পারেন। কোনো ভেটেনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন সেবন করাতে পারেন।
কিছু টিপস
গরু মোটাতাজা করতে খাবার দেওয়ার সময় পরিমান মতো ইউরিয়া, মোলাসেস, চিটাগুড় দিতে পারেন, এসব দ্রুত গরু মোটাতাজা ও ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। প্রতিদিন খাবারে নতুন দেওয়ার চেস্টা করবেন এতে গরুর রুচি ভালো থাকে। আর খেয়াল রাখতে হবে পরিষ্কার ও জীবাণুমুক্ত পরিবেশে রাখার। কয়েক দিন পর পর গরুর সাস্থ্য পরিক্ষা করতে হবে । গরুর কোনো সমস্যা হলে দ্রুত ভেটেনারি ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে।
মনে রাখবেন
মনে রাখবেন খুব দ্রুত গরু মোটাতাজা করতে যাবেন না, কারন সবার জন্য একটা নিদিষ্ট বয়স থাকে । সাস্থের দিকে নিয়মিত খেয়াল রাখবেন। অস্বাস্থ্যকর খাদ্য ও অবৈজ্ঞানিক ভাবে গরু মোটাতাজা করার চেষ্টা করবেন না। উপরের নিয়মগুলো অনুসরণ করলে আশা করি গরু মোটাতাজা করতে পারবেন আর আলাদা ভাবে খুতজে হবে না গরু মোটাতাজা করার উপায় কি?
এছাড়া আরও একটি বিষয়
বর্তমানে মানুষ অনেক লোভি হওয়ায় অনেক মধ্যম দিয়ে গরু মোটাতাজা করে তার মধ্যে প্রধান হচ্ছে ট্যাবলেট ব্যাবহার । এটাতে যদিও গরু মোটা হয় কিন্তু এতে দেশের মানুষের অনেক বিপদ হতে পারে । কারন মুসলমান ভাইয়া সকলে গরু জবাই করে খায়। তাই উচিৎ এসব ভাবে গরু মোটাতাজা না করা।
ট্যাবলেট খাওয়া মোটা গরু চেনার উপায় হচ্ছে এদের মুখে অতিরিক্ত লালা বা ফেনা হয়, শ্বাস-প্রশ্বাস দেখবেন দ্রুত নিবে দেখবেন হাঁপাচ্ছে আর ক্লান্ত মনে হবে। এসব গরুর মাংস পেশী খুব নরম হবে যেখানে সাধরন গরু শক্ত হয় । চকচক চামড়ার গরু থেকে সাবধান থাকেন কারন ট্যাবলেট খাওয়া গরু বেশির ভাগ চকচক ও ফুলে যাওয়া হয়।
উল্লেখ্য
উপরে উল্লেখিত তথ্যগুলো মেনে চললে আশা করি আপনার সমস্যা সমাধান হবে । তাছড়া গরু মোটাতাজা করার জন্য উত্তম হবে কোনো ভেটেনারি ডাক্তারের পরামর্শ নেওয়া। নিয়মিত দরকারী তথ্য পেতে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করতে পারেন।